আফগানিস্তানে ৫টি বিস্ফোরণ; নিহত ৭


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৩

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১০:২৬

 

প্রভাত ফেরী: আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ৫টি বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এটি প্রথম হামলা যেখানে প্রাণহানি ঘটল।

১৮ সেপ্টেম্বর জালালাবাদের ৪টি বিস্ফোরণে অন্তত ৫ জন এবং কাবুলে অন্তত ২ জন নিহত হয়েছেন। আর কাবুলের দাশত-ই-বারচি এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ওই দুইজন নিহত হয়। তালেবান সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে।

আর এদিকে তালেবান এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)’কে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি।

তালেবানের একটি সূত্র আল জাজিরাকে জানায়, জালালাবাদ ও কাবুলের বিস্ফোরণগুলো আইএসআইএল-কে-এর কাজ বলে মনে হচ্ছে। তদন্ত চলছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, জালালাবাদে অন্তত চারটি বিস্ফোরণ ঘটে। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

আফগানিস্তানে নানগারহারের রাজধানী জালালাবাদ হচ্ছে ইসলামিক স্টেট গ্রুপের প্রাণকেন্দ্র। এই দল আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে এক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় ১০০’রও বেশি মানুষের প্রাণহানি হয়।

তালেবান আগস্টের মাঝামাঝি প্রাক্তন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় ফিরে আসে। তারা দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

বিস্ফোরণের স্থানে তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি সবুজ পিক-আপ ট্রাক, যার উপর সাদা তালেবান পতাকা দেখা গেছে এবং চারপাশে ধ্বংসস্তূপ রয়েছে এবং সশস্ত্র যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে দেখছে। তথ্য সূত্র- আল জাজিরা, ভয়েস অব আমেরিকা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top