সৌদির নিরাপত্তার হুমকিতে পাকিস্তান পাশে থাকার প্রত্যয়
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২১ ২২:২৪
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৭:২৩

প্রভাত ফেরী: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার ইমরান খান পাকিস্তান-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখেন। এতে তিনি সৌদি আরব কোনো নিরাপত্তা হুমকিতে থাকলে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করেছেন।
এ সময় তিনি পাকিস্তানে প্রবৃদ্ধি সম্ভাবনা এবং তার দেশের যুবসমাজ, কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। ইমরান খান বলেন, বিশ্বে আমাদের প্রতিবেশী দু’টি বৃহৎ বাজার আছে। তা হলো আফগানিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়ার বাজারে আমাদের প্রবেশাধিকার।
অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু টি২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অবিস্মরণীয় জয়ের এই সময় এ সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য ‘উত্তম সময় নয়’ বলে মন্তব্য করেন তিনি। ইমরান বলেন, চীনের সঙ্গে আমাদের আছে চমৎকার সম্পর্ক। কিন্তু যেকোনো রকমে আমরা ভারতের সঙ্গে যদি সম্পর্ক উন্নতি করতে পারি- রোববার রাতে ক্রিকেট ম্যাচে পাকিস্তান টিম তাদেরকে যে উত্তম-মধ্যম দিয়েছে, তাতে আমার মনে হয়, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়ে কথা বলার এখন উত্তম সময় নয়।
রিয়াদে বক্তব্যকালে ইমরান খান দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি মাত্র ইস্যুতেই বিরোধ। তা হলো ভারতের দখল করা কাশ্মির। সভ্য প্রতিবেশীর মতো তিনি এ সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, ৭২ বছর আগে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ কাশ্মিরের মানুষকে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করেছে। তাদের জনগণের এবং মানবাধিকার রক্ষার নিশ্চয়তা দেয়া হয়েছে এতে। যদি এই অধিকার কাশ্মিরিদের দেয়া হতো, তাহলে আমাদের কোনোই সমস্যা থাকত না। দুই দেশই সভ্য প্রতিবেশীর মতো বসবাস করতে পারত। এমন হলে সম্ভাবনাটা একবার কল্পনা করুন। তিনি আরো বলেন, পাকিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়ায় সুবিধা পাবে ভারত।
বিষয়: পাকিস্তান-সৌদি
আপনার মূল্যবান মতামত দিন: