যুক্তরাষ্ট্রে প্রবল ঘূর্ণিঝড়ে প্রাণহানি এপর্যন্ত ৭০
প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ০০:০৪
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:৪৩

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল ঘূর্ণিঝড়ে অন্তত ৭০ জনের মৃত্যু ছাড়াল। স্থানীয় সময় গত শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আঘাত হানে।
কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। এটিই রাজ্যের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনটাকি নয়, কয়েকটি অঙ্গরাজ্যও পড়েছে। অনেকের বাড়িঘরও লণ্ডভণ্ড হয়েছে। ঝড়ের আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ভেতরে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সবার দোয়া চেয়েছেন গভর্নর অ্যানডি বেশেয়ার। সূত্র: বিবিসি, রয়টার্স।
আপনার মূল্যবান মতামত দিন: