সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ফের লেবাননে একটি ফিলিস্তিনি ক্যাম্পে গুলিতে নিহত ৪


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ২৩:৪২

আপডেট:
৩ মে ২০২৪ ১২:১১

 

প্রভাত ফেরী: লেবাননের একটি ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) দেশটির বন্দর শহর টাইরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ওই শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয়।

তাদের মধ্যে এক ফিলিস্তিনির মরদেহ রোবাবর কবরস্থানে আনার পর হঠাৎ গুলি শুরু হয়। মরদেহ বহনকারী মিছিলের ভিড়ে বোঝা যায়নি কারা গুলি চালিয়েছে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, লেবাননে বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরদের আবাসস্থল। এদের অনেকে দেশটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন।

হামাস-ফাতাহসহ একাধিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করে। সেখানে লেবানিজ কর্তৃপক্ষ প্রবেশ করে না বললেই চলে।

সূত্র: আরব নিউজ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top