কলকাতায় নতুন বছরের শুরুতেই ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট
প্রকাশিত:
১ জানুয়ারী ২০২২ ২২:৪৫
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:০০

প্রভাত ফেরী: অতি দ্রুত বাড়ছে রাজ্য ও রাজধানী শহরে করোনা সংক্রমণ। সম্প্রতি খ্রীষ্টমাসে কোনও রকম করোনা প্রটোকল না মেনে জনপ্লাবন দেখেছে শহর কলকাতা৷ এবার বর্ষবরণের রাতেও জনপ্লাবনের আশঙ্কা করা হচ্ছে৷ এরমাঝেই কলকাতা পুরসভার পক্ষ থেকে ১৭টি কন্টেনমেন্ট পয়েন্টচিহ্নিত করা হল। শনিবার অর্থাৎ বছরের প্রথম দিন থেকেই শুরু কন্টেনমেন্ট পয়েন্টগুলি৷ কী এই কন্টেনমেন্ট পয়েন্ট?
কন্টেনমেন্ট জোনেরই ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে কন্টেনমেন্ট পয়েন্টগুলিকে৷ যে সমস্ত এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যায় সেগুলি থেকে অন্য জায়গাতে সংক্রমণ ছড়ানো আটকাতে এলাকা ভিত্তিক কন্টেনমেন্ট জোনের সূচনা হয়েছে করোনার প্রথম ওয়েভ থেকেই।
এবার কন্টেনমেন্ট পয়েন্ট তৈরির কথা বলা হল কলকাতা পুরসভার পক্ষ থেকে৷ ৫ বা তার বেশি করোনা পজিটিভ রোগী রয়েছেন এরকম ফ্ল্যাট, আবাসন, বাড়িগুলিকে চিহ্নিত করে সেগুলিকে কন্টেনমেন্ট পয়েন্ট হিসেবে বাইরের মানুষের জন্য সিল করা হবে বলে পুরসভা সূত্রের খবর। কলকাতার কোথায় কোথায় কন্টেনমেন্ট পয়েন্ট? পুরসভার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি যে কলকাতায় কোন আবাসনগুলিকে কন্টেনমেন্ট পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ কিন্তু কলকাতায় মোট ১৭টি কন্টেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে৷ আজই কলকাতা পুরসভার সন্ধ্যের বৈঠকের পর এই তথ্য সংবাদমাধ্যমের হাতে উঠে আসে।
বিষয়: কলকাতার খবর
আপনার মূল্যবান মতামত দিন: