বিক্ষোভের মাঝেই সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২২ ২৩:০০
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:২১

প্রভাত ফেরী: সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক সামরিক শাসন বিরোধী চলা বিক্ষোভের মাঝেই পদত্যাগ করলেন।
স্থানীয় সময় গতকাল রোববার (২ জানুয়ারি) রাতে টেলিভিশন দেওয়া এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ভাষণে তিনি বলেন, আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি…।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গত নভেম্বরে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সমঝোতায় পৌঁছান আবদাল্লাহ হামদক। সমঝোতার ভিত্তিতে হারানো ক্ষমতা ফিরে পান তিনি। সেই সমঝোতার দুই মাস না যেতেই তিনি পদত্যাগ করলেন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানের শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল ফাত্তাহ আল-বুরহান।
প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রাস্তায় নামে হাজার হাজার সুদানিজ। এ অবস্থায় গত ২১ নভেম্বর বেশ কয়েকটি চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত আবদাল্লাহ হামদকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় সেনাবাহিনী।
উল্লেখ্য, চলমান এই বিক্ষোভে এ পর্যন্ত ৫৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: আলজাজিরা, বিবিসি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: