যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে জিম্মি ৪
প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২২ ০০:২১
আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৪:২৪

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্রের টেক্সাসের কোলেভিল শহরের অঙ্গরাজ্যে ইহুদিদের একটি উপাসনালয়ে চারজনকে জিম্মি করে রেখেছে সশস্ত্র এক ব্যক্তি। এ ঘটনায় সিনাগগটি ঘিরে রেখেছে পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, স্থানীয় মানুষদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জিম্মিদের মধ্যে একজন ইহুদি পণ্ডিতও রয়েছেন। তবে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শোনা যাচ্ছে ‘বন্দি মুক্তির দাবিতে’ ওই সশস্ত্র ব্যক্তি চারজনকে জিম্মি করেছেন।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি টুইটারে জানিয়েছেন, ইহুদিদের উপাসনালয়ে অবস্থান নিয়ে চারজনকে জিম্মি করার ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। সূত্র: বিবিসি, আলজাজিরা, এএফপি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: