দক্ষিণ ইউক্রেনে বিলি হচ্ছে রুশ পাসপোর্ট!
প্রকাশিত:
২৯ মে ২০২২ ০১:০৩
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৯:১৬
দক্ষিণ ইউক্রেনের একাধিক শহর এখন রাশিয়ার দখলে। সেখানকার বাসিন্দাদের দ্রুত রাশিয়ার পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেনট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের একের পর এক অঞ্চল দখল করছে রাশিয়ার সেনা। কোনো কোনো অঞ্চলে রাশিয়ার অর্থ রুবল চালু করা হয়েছে মে মাস থেকে। ইন্টারনেটের সার্ভার রাশিয়া নিয়ন্ত্রণ করছে। এবার ওই সব অঞ্চলের বাসিন্দাদের ফাস্ট ট্র্যাকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। ইউক্রেন বলেছে, রাশিয়া যা করছে 'ভয়াবহ অপরাধ'।
মূলত ঝাপারিজঝিয়া এবং খেরসন অঞ্চলে দ্রুত রাশিয়ার পাসপোর্ট সেখানকার নাগরিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। এই দুই অঞ্চলই এখন সম্পূর্ণভাবে রাশিয়ার দখলে।
দনেৎস্ক এবং লুহানস্কের নাগরিকদের জন্যও একই পদক্ষেপের কথা জানিয়েছে রাশিয়ার প্রশাসন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাশিয়ার এই পদক্ষেপ অপরাধমূলক। এভাবে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে তারা হস্তক্ষেপ করতে পারে না। রাশিয়া অবশ্য এখনো পর্যন্ত ইউক্রেনের প্রতিক্রিয়ার কোনো জবাব দেয়নি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: