ভারতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত


প্রকাশিত:
১৬ জুলাই ২০২২ ১৮:০৩

আপডেট:
১৬ জুলাই ২০২২ ১৮:০৩

 

ভারতে প্রথম মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। কেরালায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরা এক ব্যক্তির পরীক্ষায় মাঙ্কিপক্স পজিটিভ চিহ্নিত হয়েছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বৃহস্পতিবার দেশের প্রথম মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমিরাত থেকে লোকটি ১২ জুলাই তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করেন।তার অবস্থা ‘বেশ স্থিতিশীল। শরীরের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্বাভাবিক। ’

কেন্দ্রীয় সরকার রাজ্যকে সহায়তা করার জন্য জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (এনসিডিসি) বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোগী স্থিতিশীল রয়েছে। ’ মন্ত্রী রোগীর অবস্থা সম্পর্কে আর কোনো সুনির্দিষ্ট তথ্য জানাননি।

বুধবার ভারতের কেন্দ্রীয় সরকার সতর্কতা অবলম্বন করতে রাজ্যগুলোকে চিঠি দিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top