যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন করেছেন গোতাবায়া
প্রকাশিত:
২১ আগস্ট ২০২২ ১৭:২৬
আপডেট:
২১ আগস্ট ২০২২ ১৭:২৬

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন করেছেন। এর আগে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পদত্যাগ করেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, গোতাবায়া রাজাপক্ষে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করেছেন।
বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, গোতাবায়া রাজাপক্ষের উকিলরা চলতি মাসে যুক্তরাষ্ট্রে তার গ্রিনকার্ড পাওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তার স্ত্রী লোমা রাজাপক্ষে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তিনি গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারছেন।
কলম্বোয় রাজাপক্ষের উকিলরা ভিসা সংশ্লিষ্ট জরুরি কাগজপত্র জমা দিয়েছেন। বর্তমানে গোতাবায়া রাজাপক্ষে আছেন থাইল্যান্ডের একটি হোটেলে। স্ত্রীসহ তার ২৫ আগস্ট শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।
থাইল্যান্ডে পৌঁছানোর পর থেকেই থাই পুলিশ তাকে ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়েছে। তিনি বাইরে বের হলে জীবনের হুমকি রয়েছে বলেই এমনটা পরামর্শ দিয়েছে থাই পুলিশ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: