ইন্দোনেশিয়ায় চলতি বছরে কিডনি জটিলতায় ৯৯ শিশুর মৃত্যু
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০১:২৮
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১৩:০৭

ইন্দোনেশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে মারাত্মক কিডনি জটিলতায় ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে, এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞদের একটি দল তদন্ত শুরু করেছে।
বুধবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ সাহরিল জানিয়েছেন, ১৮ অক্টোবর পর্যন্ত কর্মকর্তারা মারাত্মক কিডনি জটিলতার ২০৬টি ঘটনা শনাক্ত করেছেন এবং ৯৯ জনের মৃত্যু রেকর্ড করেছেন।
এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সিতি নাদিয়া তারমিজি জানিয়েছিলেন, সে দেশে শিশুদের মধ্যে এভাবে আক্রান্তের ১৮৯টি ঘটনা শনাক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সমস্যায় ভুগতে থাকা অধিকাংশ শিশুরই বয়স পাঁচ বছরের কম। চলতি বছরের জানুয়ারি থেকে ৭৪ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
তিনি বলেছেন, এখন পর্যন্ত কোনো কারণ শনাক্ত হয়নি। আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একটি চিঠি ইস্যু করেছে। ওই চিঠি রয়টার্স দেখে জানিয়েছে, সেখানে মন্ত্রণালয়টি টক্সিকোলজি পরীক্ষা যেন করা যেতে পারে, সেজন্য পরিবারগুলো তাদের শিশুদের যেসব ওষুধ দিয়েছে, সেগুলো সংগ্রহের জন্য হাসপাতালগুলোকে অনুরোধ করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: