ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
 প্রকাশিত: 
 ২১ অক্টোবর ২০২২ ০২:০৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৩৬
 
                                
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে রাজ্যের রাজধানী দেরাদুন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে রুদ্রপ্রয়াগ জেলায় এ ঘটনা ঘটে।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, ‘উত্তরাঞ্চলীয় ছয়জন তীর্থযাত্রী এবং একজন পাইলট বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই কেদারনাথের পবিত্র মন্দিরের কাছে বিধ্বস্ত হয় এবং আগুনে বিধ্বস্ত হয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘চপারটিতে থাকা সাতজনের সবাই দুর্ঘটনায় মারা গেছে। দুর্ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইটে জানায়, ‘উত্তরাখণ্ডে হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা মর্মাহত। দুর্ঘটনায় শোকাহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।’
দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
কর্মকর্তারা বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে।’
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: