৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান খান
 প্রকাশিত: 
 ২২ অক্টোবর ২০২২ ০৪:৩৬
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৩৪
 
                                পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না। একইসাথে তার নির্বাচনী আসনটিও শূন্য ঘোষণা করা হয়েছে।
শুক্রবার নির্বাচন কমিশনের চার সদস্য বিশিষ্ট একটি বেঞ্চ তোষাখানা (রাষ্ট্রীয় কোষাগার) দুর্নীতির মামলায় ইমরান খানের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ‘এখন থেকে ইমরান খানের নির্বাচনী আসনটি শূন্য। তিনি আর সংসদ সদস্য নেই।’
তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে ইমরান খানের দল পিটিআই। দলটি বলেছে, কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে শিগগিরই আপিল করবে তারা। একইসাথে দলের নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: