ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী সুনাককে অভিনন্দন বাইডেনের
 প্রকাশিত: 
 ২৭ অক্টোবর ২০২২ ০১:০৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৫৬
 
                                
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ সমর্থনে সহযোগিতা অব্যাহত রাখবেন।
টুইট বার্তায় বাইডেন বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় আপনাকে অভিনন্দন। একই সাথে আমি ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখাসহ বিশ্বের নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আপনাদের সহযোগিতা জোরদারের অপেক্ষায় রয়েছি।’
সোমবার বাইডেন ব্রিটেনের প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের উঠে আসাকে ‘চমকপ্রদ ও যুগান্তকারী মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।
ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করার ক্ষেত্রে ব্রিটেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্র দেশ এবং তারা রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করার চেষ্টা করছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে এ আক্রমণ শুরু করে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: