পোল্যান্ডে বিস্ফোরণ: উত্তেজনা তুঙ্গে
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২২ ০১:৩৫
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১১:১৯

ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের এক গ্রামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। ঘটনার শুরুতে বলা হয়, রুশ ক্ষেপণাস্ত্র এই হামলার জন্য দায়ী। তবে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, এই হামলার জন্য কারা দায়ী তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ইতোমধ্যে মস্কো এই হামলার দায় অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেছেন, পোল্যান্ডের ঘটনা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।
এদিকে, এই হামলার পর পোল্যান্ড তা সেনাবাহিনীকে উচ্চ-সতর্কতায় থাকতে বলেছে। এরই মধ্যে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিনএনএন বলছে, পোল্যান্ডের গ্রামে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে নেতাদের সঙ্গে জরুরি বৈঠক বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই হামলার কারণে ইউরোপজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এছাড়া পোল্যান্ডে হামলার কারণে জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো। জোটটি পরবর্তী পদক্ষেপ কী নিতে পারে তা বৈঠকে ঠিক করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, গতকাল রাশিয়া ইউক্রেনজুড়ে প্রায় ১০০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর পোল্যান্ডে এই হামলার ঘটনার খবর এলো।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: