ইউক্রেনের ১ কোটি মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২২ ০৪:১৫

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১১:২২

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত এক কোটি ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
কিয়েভে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, এ মুহূর্তে এক কোটির বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই। আমরা সরবরাহ স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। খবর সিএনএনের।
তিনি বলেন, বেশ কয়েক দিন ধরে রাশিয়া সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে এবং দেশের সবাইকে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে কর্তৃপক্ষকে ব্যাপক লোডশেডিংয়ের আশ্রয় নিতে হচ্ছে।
এদিকে কিয়েভের আঞ্চলিক প্রশাসন বলেছে, বৃহস্পতিবার ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোন গুলো করে ভূপাতিত করেছে।
তবে মস্কো গোটা পরিস্থিতির জন্য ইউক্রেন সরকারকে দায়ী করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সমস্যা সমাধানে ইউক্রেনের অনাগ্রহ, আলোচনায় বসতে অস্বীকৃতি এবং দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানে ইউক্রেনের অসম্মতির কারণে আজ তাদের এ পরিণতি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top