ভারতের ওড়িশার জাজপুরে লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ট্রেন, নিহত ৩
 প্রকাশিত: 
 ২৫ নভেম্বর ২০২২ ০২:৫২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৫৬
 
                                
ভারতের ওড়িশার জাজপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে যায়। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার সকাল ৬টা ৪৪ মিনিটে জাজপুরের কোরেই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনটি ওয়েটিং রুমে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত কোরেই স্টেশনের এই দুর্ঘটনার জেরে রেল চলাচল ব্যাহত হয়েছে বলে জানা যায়।
জানা গেছে, এদিন সকালে পণ্যবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় কোরেই স্টেশনে। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল। এদিকে ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়। এদিকে মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। এখন রেলওয়ে বিভাগ উদ্ধার কাজ চালাচ্ছে।
জাজপুরের পুলিশ সুপার জানায়, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন।
রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশন দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি। জানা যায়, দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে ফুটব্রিজে ধাক্কা দেয়।
ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা নিরাকার দাস জানান, উদ্ধারকাজে গতি আনতে দু’টি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।’
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: