এবার রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২২ ০২:৫২
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১১:১২

দাদাকে মনোবল জোগাতে এবার ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ বানিয়েই জনসংযোগ কর্মসূচিতে নেমেছে কংগ্রেস।
কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি পদযাত্রা করে গোটা দেশে একতার বার্তা দেওয়াই ভারত জোড়ো যাত্রার লক্ষ্য। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ১৭ সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা বুধবারই মহারাষ্ট্র থেকে মধ্য প্রদেশে প্রবেশ করে। বৃহষ্পতিবার এই যাত্রা ৭৮ দিনে পড়ল ।
আর এদিন সকালেই মধ্যপ্রদেশে যান প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। রাহুল গান্ধীর সঙ্গে পা মিলিয়ে পদযাত্রায় অংশ নেন। তবে একা নন, স্বামী রবার্ট ভঢরা ও ছেলে রায়হান ভঢরাও শামিল হয়েছেন এ যাত্রায়। প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় যোগ দিতেই কংগ্রেসের তরফে গান্ধী ভাই-বোনের ছবি শেয়ার করা হয়। ছবির ক্যাপশনে হিন্দিতে লেখা, আমাদের পদক্ষেপ আরও শক্তিশালী হবে যখন আমরা একসঙ্গে হাঁটব।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: