ভারতে ‘অভিন্ন দেওয়ানি বিধি-২০২০ বিল’ পাস
 প্রকাশিত: 
 ১১ ডিসেম্বর ২০২২ ০২:২১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:৪০
 
                                
ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল শুক্রবার বিরোধী দলগুলোর আপত্তি উপেক্ষা করে ‘অভিন্ন দেওয়ানি বিধি-২০২০ বিল’ পাস হয়েছে। দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাস হয়।
রাজ্যসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন করেন রাজস্থান রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কিরোডিলাল মিনা। বিলটি পাসের সময় বিরোধী দলগুলো ব্যাপক প্রতিবাদ জানায়। হট্টগোল বেধে যায় অধিবেশনে। বিরোধীদের হৈ-হুল্লোড়ের মধ্যেই কণ্ঠভোটে পাস হয় বিলটি।
বিরোধীরা রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের কাছে বিলটি আটকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা টিকল না।
প্রধান বিরোধী দল সর্বভারতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি- মার্কসবাদী (সিপিআইএম), ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) এমপিরা একসঙ্গে বলতে থাকেন, এ বিল ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করবে।
বিরোধীদের আপত্তির মুখে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘অধিবেশনে এটা নিয়ে আলোচনা হোক। এই অবস্থায় সরকারের সমালোচনা এবং বিলের বিরোধিতার কোনো অর্থ হয় না। ’ এরপর বিলটি কণ্ঠভোটে দেওয়া হয়।
এর আগে এই বিল উত্থাপনের জন্য উচ্চকক্ষে তালিকাভুক্ত হয়েছিল, কিন্তু পেশ হয়নি। এবার তা পাস হয়ে গেল। গত বুধবার থেকে শুরু হওয়া লোকসভার শীতকালীন অধিবেশন চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: