পেরুতে ক্ষমতাচ্যুত হওয়ার পরই প্রেসিডেন্ট আটক
প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২২ ০২:১৮
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১১:১৬

লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইন প্রণেতারা। সংসদ ভাঙার কয়েক ঘণ্টার মধ্যে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ত।
বুধবার (৭ ডিসেম্বর) এমনই নাটকীয় দিন পার করে পেরুর রাজধানী লিমা। দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
আগের দিন মঙ্গলবার (৬ ডিসেম্বর) ক্যাস্তিলো বলেছিলেন যে তিনি কংগ্রেসের পরিবর্তে একটি ‘অসাধারণ জরুরি সরকার’ নিয়ে আসছেন। কিন্তু আইন প্রণেতারা তা উপেক্ষা করে তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন।
এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক পরপরই ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে ক্যাস্তিলোকে আটক করে পুলিশ।
সম্প্রতি পেরুর বিচারবিভাগ ঢেলে সাজানোর ঘোষণা দেন ক্যাস্তিলো। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি পেদ্রোর। উল্টো ‘সংবিধান পরিপন্থী অভ্যুত্থান চেষ্টায়’ ফেঁসে গেছেন তিনি। এ কারণে ক্ষমতা হারানোর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: