ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, নিহত ১০
 প্রকাশিত: 
 ১৭ ডিসেম্বর ২০২২ ০৪:২৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২২
 
                                
ফ্রান্সের লিয়ন শহরের একটি ৭ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৫ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
সেইসঙ্গে ২ দমকলকর্মীসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভোররাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট আনা হয়।
এই ঘটনায় দেশটির প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কারণ উদঘাটনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করে দ্রুত তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: