বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরুন
 প্রকাশিত: 
 ১৯ ডিসেম্বর ২০২২ ০২:০৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২২
 
                                
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। ব্লুমবার্গ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি বিষয়ে পড়াবেন তিনি।
আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আবুধাবি ক্যাম্পাসে তিন সপ্তাহ রাজনীতির ওপর ক্লাস নেবেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় আবুধাবি ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবে সে ব্যাপারে পাঠদান। এতে থাকবে ইউক্রেন যুদ্ধ, অভিবাসী সমস্যা ও তথ্য বিষয়ক নানান বিষয়।
শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার বিষয়ে ক্যামেরুনের একজন সহযোগী বলেছেন, ক্যামেরুন ১১ বছর কনজারভেটিভ পার্টি এবং ছয় বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজের এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করবেন তিনি।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: