চীনে সোনার খনি ধসে আটকা ১৮ শ্রমিক
 প্রকাশিত: 
 ২৬ ডিসেম্বর ২০২২ ০৩:২৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:৩৩
 
                                
চীনের উত্তর-পশ্চিমে জিনজিয়ান অঞ্চলে একটি সোনার খনিতে আটকা পড়ে আছেন ১৮ কর্মী।
তাদের উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। শনিবার বিকালে কাজাখস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইনিং কাউন্টিতে ওই সোনার খনিতে কাজ করছিলেন ৪০ জন। খবর সিনহুয়ার।
সেই সময় সোনার খনিতে ধস হয়। খনি থেকে ২২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনো খনির ভেতরে ১৮ জন আটকা পড়ে আছেন।
চীনের খনিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বর মাসে কয়লার খনিতে ধসে ১৯ খনিশ্রমিক আটকা পড়েন। দীর্ঘদিন খোঁজ করার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: