অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু
 প্রকাশিত: 
 ৩০ ডিসেম্বর ২০২২ ০২:১০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২৮
 
                                
অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর 'রোড শো' চলাকালীন পদদলিত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ অন্ধ্রের নেলোর জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নাইডু তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান বিরোধী নেতা। এই বিরোধী নেতা সম্প্রতি মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে বিভিন্ন জনবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে অন্ধ্রপ্রদেশ জুড়ে 'রোড শো' শুরু করেছেন। এ কর্মসূচির জের ধরে বুধবার এ দুর্ঘটনা ঘটে।
অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুঅন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
পুলিশ জানিয়েছে, 'রোড শো' দেখতে কান্দুকুর এলাকার সরু রাস্তায় প্রচুর মানুষ ভিড় করেন। চন্দ্রবাবুর কনভয় পৌঁছতেই টিডিপি কর্মী ও সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ কারণে বহু মানুষ বিপর্যস্ত হয়েছেন।
এ ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
'রোড শো' দেখতে কান্দুকুর এলাকার সরু রাস্তায় প্রচুর মানুষ ভিড় করেন।
হতাহতের ঘটনার পর নাইডু সঙ্গে সঙ্গে বৈঠক বাতিল করেন। স্বজন হারানো নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। নাইডু আরও জানান, আহতদের ভালো চিকিৎসা করতে হবে।
হতাহতের ঘটনার পর নাইডু সঙ্গে সঙ্গে বৈঠক বাতিল করেন।হতাহতের ঘটনার পর নাইডু সঙ্গে সঙ্গে বৈঠক বাতিল করেন।
তেলেগু দেশম পার্টির প্রধান ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে বেশ কয়েকটি সভা করার পরিকল্পনা করেছেন। এর আগে ১৭ ডিসেম্বর টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: