ইন্দোনেশিয়া সফরে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৩ ০২:৫৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:০১

 

দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ইন্দোনেশিয়ায় গেলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর এএফপি।

সোমবার (৯ জানুয়ারি) জাকার্তার দক্ষিণে বোগোরে প্রেসিডেন্ট প্রাসাদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে সাক্ষাত করেন ইব্রাহিম।

গত বছরের ২৪ নভেম্বর মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার দীর্ঘদিনের বিরোধী নেতা ছিলেন তিনি।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা বাণিজ্য, পাম তেল শিল্প, সীমান্ত বিরোধ ও মিয়ানমার পরিস্থিতিসহ আর্ন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে যাচ্ছেন।

প্রথাগতভাবে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রতিবেশী ইন্দোনিয়ার মধ্য দিয়ে শুরু হয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া চলতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করছে। নভেম্বরে আসিয়ান নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মিয়ানমার আসিয়ানের সদস্য। ফলে উভয়ের বৈঠকে জান্তা শাসিত মিয়ানমার পরিস্থিতিও স্থান পাচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top