ব্রাজিলে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন লুলা
 প্রকাশিত: 
 ২৩ জানুয়ারী ২০২৩ ০৩:১৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:১২
 
                                
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দেশটির সেনাপ্রধান জুলিও সিজার দে আরুদাকে বরখাস্ত করেছেন। 
স্থানীয় মিডিয়া শনিবার জানিয়েছে, প্রাক্তন নেতা জাইর বলসোনারোর সমর্থকদের এই মাসের শুরুতে দাঙ্গার পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
বলসোনারোর ম্যান্ডেট শেষ হওয়ার দুই দিন আগে গত ৩০ ডিসেম্বর থেকে আরুদা সেনাপ্রধানের দায়িত্ব গ্রহন করেন এবং জানুয়ারির শুরুতে লুলার প্রশাসন এই নিয়োগ নিশ্চিত করে। 
গ্লোব নিউজ জানিয়েছে, আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার টমাস রিবেইরো পাইভা।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: