ভারতের বিতর্কিত সাংবাদিক সিদ্দিক কাপ্পান মুক্তি পেলেন
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৭
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:০৫

দক্ষিণ ভারতের রাজ্য কেরলের বিতর্কিত সাংবাদিক সিদ্দিক কাপ্পান দীর্ঘ আইনি লড়াই শেষে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে তিনি জেল থেকে মুক্তি পান।
বন্দি হওয়ার প্রায় ২ বছর পর মুক্তি পেলেন ওই সাংবাদিক। ২০২০ সালের ৫ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন মালয়ালাম কাগজের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষিতা এবং নিহত এক দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মথুরায় গ্রেপ্তার করা হয় কাপ্পানকে। ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।
কাপ্পানের সঙ্গে ধর্মীয় কট্টরপন্থী দল পিএফআই এবং নিষিদ্ধ সংগঠন সিমির যোগ রয়েছে বলে অভিযোগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। এ ছাড়াও যোগী সরকার কাপ্পানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ এনেছিল। পাশাপাশি তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সিদ্দিক কাপ্পানের জামিন মঞ্জুর হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে প্রায় ৫ সপ্তাহ তাকে জেলে বন্দি থাকতে হয়। অবশেষে বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেলেন তিনি।
যদিও জেল থেকে বেরিয়েই কেরলের এই সাংবাদিক জানিয়েছেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভুয়া।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: