কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল চার রাউন্ড তাজা গুলি


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪৩

 

কলকাতা বিমানবন্দরে এক ব্যক্তির ব্যাগে চার রাউন্ড তাজা গুলি মিলেছে। বিমানবন্দরে রুটিন চেকিংয়ের সময় ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগ থেকে গুলিগুলো উদ্ধার হয়। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি গুলি নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন তা জানার চেষ্টা চলছে। এ ছাড়া গুলিগুলো তিনি কোথায় পেয়েছেন তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকালে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন মোহাম্মদ গালিব নামে এক ব্যক্তি। কলকাতা বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার বিমানে করে তাদের বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। এদিন বিমানবন্দরে রুটিন চেকিংয়ের সময় তার হাতে থাকা ব্যাগটিও তল্লাশি করা হয়। ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে চার রাউন্ড গুলি। এরপরই বিমানবন্দরে শোরগোল পড়ে যায়। সিআইএসএফের সদস্যরা তড়িঘড়ি ওই ব্যক্তিকে ধরে ফেলেন। শেষমেশ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বিহারের বাসিন্দা বলে জানা গেছে।


এদিকে বিমানবন্দরে গুলিসহ এক ব্যক্তির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়। এতে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা চূড়ান্ত তৎপর হয়ে পড়েন। গোটা বিমানবন্দর কড়া নজরদারির আওতায় নিয়ে আসা হয়। আপাতত গালিব নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেরা শুরু হয়েছে।

কোন উদ্দেশ্যে বিমানে গুলি নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি তা জানার চেষ্টা চলছে। ওই চার রাউন্ড গুলি তিনি কোথায় পেয়েছেন তা-ও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এর আগে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top