সৌদিতে ১৯ মে আরব শীর্ষ সম্মেলন
 প্রকাশিত: 
 ২৭ মার্চ ২০২৩ ২১:৪৭
 আপডেট:
 ২৭ মার্চ ২০২৩ ২২:০৬
 
                                
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে আরব শীর্ষ সম্মেলন। আগামী ১৯ মে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
রোববারের ওই বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের মধ্যে আলোচনার পর শীর্ষ সম্মেলন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়।
তবে সৌদি আরব এখনো শীর্ষ সম্মেলনের তারিখ নিশ্চিত করেনি।
আনাদোলুর তথ্য অনুসারে, গত ৭৭ বছরের মধ্যে সৌদি আরব ৫০তম বারের মতো তাদের দেশে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
আরব লিগের প্রথম সম্মেলন ১৯৪৬ সালে মিসরে অনুষ্ঠিত হয় এবং এর শেষ সম্মেলন ২০২২ সালের নভেম্বর মাসে আলজেরিয়াতে অনুষ্ঠিত হয়েছে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: