ফের বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দির এলাকা
 প্রকাশিত: 
 ১১ মে ২০২৩ ২২:০৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৬:৫৫
 
                                
ফের বিস্ফোরণে কেঁপে উঠলো ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দির এলাকা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটলো ওই এলাকায়। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান। বৃহস্পতিবার (১১ মে) ভারতীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশ জানায়, ভারতের উত্তরাঞ্চলীয় এ নগরীতে মধ্যরাতের দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, ‘এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি ফরেনসিক দল এটি নিয়ে কাজ করছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেফতার করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।’
আগের দুই বিস্ফোরণে দুইজন আহত হয়। এ দুই বিস্ফোরণের একটি সোমবার এবং আরেকটি গত সপ্তাহান্তে ঘটে। পুলিশ এখন পর্যন্ত এসব বিস্ফোরণে কারণ জানাতে পারেনি।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: