যুদ্ধের পর প্রথমবার সৌদি গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
প্রকাশিত:
১৯ মে ২০২৩ ২৩:০৭
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:২২

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি আরব সফরে গেলেন।
বৃহস্পতিবার তিনি সৌদির বন্দরনগরী জেদ্দা পৌঁছেছেন। ১১ বছর পর সিরিয়ার সদস্যপদ পুনর্বহালের পর আরব লিগের সম্মেলনে প্রথমবার যোগ দিচ্ছেন তিনি।
শুক্রবার শহরটিতে আরব লিগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগদানের জন্য জেদ্দা পৌঁছেছেন আসাদ।
২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের কারণে সংস্থাটি থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দীর্ঘ ১১ বছর পর বাশার আসাদ শুক্রবার আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিচ্ছেন।
সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করতে সম্মত হয়।
পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট সৌদি সফরে যাচ্ছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: