এশিয়ার আকাশে চীনা বেলুন
প্রকাশিত:
২৭ জুন ২০২৩ ২২:০৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৩৮

জাপান, তাইওয়ানসহ এশিয়ার আকাশে চীন নজরদারি বেলুন উড়িয়েছে বলে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে বিবিসি বলেছে। জাপান জানিয়েছে, তাদের আকাশসীমায় একাধিক বেলুন উড়ছে। সেগুলোকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিবিসির পক্ষ থেকে নজরদারি বেলুনের প্রমাণ উপস্থাপন করা হলেও চীন তা স্বীকার করেনি।
এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের কথিত নজরদারি বেলুন ওড়া নিয়ে দুই ক্ষমতাধর দেশের মধ্যকার সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। মার্কিন উপকূলে একটি চীনা বেলুন গুলি করে ভূপাতিতও করা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: