সুইডেনে কোরআন পোড়ানো প্রতিবাদে পাকিস্তানকে ভারতের সমর্থন


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৩ ১৪:১৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:২৬

 

সুইডেনে কোরআন পোড়ানো প্রতিবাদ জানিয়েছে মুসলিম বিশ্ব। পাকিস্তানসহ একাধিক দেশ এর তীব্র নিন্দা জানায়। ঘটনার পর জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনে বিশেষ বৈঠকের দাবি জানিয়েছিল পাকিস্তান। ওই বৈঠকেই পাকিস্তানকে সমর্থন করল ভারত, চীনসহ একাধিক দেশ।

বুধবার জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনে বিশেষ বৈঠকে ধর্মীয় বিদ্বেষের প্রসঙ্গ ওঠে। বেশিরভাগ দেশ একমত হয় যে কোরআন পুড়িয়ে বিশ্বের বড় অংশের মানুষের ধর্মীয় অনুভূতিতে করা হয়েছে। যা ইউরোপসহ পুরো পৃথিবীতে ঘৃণার পরিবেশ তৈরি করবে।

ঘটনার নিন্দা প্রস্তাবে ২৮-১২ ভোট পড়ে। পাকিস্তান ও ফিলিস্তিনের নিন্দা প্রস্তাবকে সমর্থন করে আফ্রিকা মহাদেশের একাধিক দেশ, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। ভারত ও চীনের মতো উন্নয়নশীল দেশও সমর্থন করে পাকিস্তানের স্বপক্ষে মত দেয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা ইসলামোফোবিয়া, হেট স্পিচ আরো বাড়িয়ে দিচ্ছে। বিশ্বজুড়ে মানুষের ব্যবধান বাড়ছে। সহিংসতাকে উসকে দেয়া হচ্ছে।’

জাতিসঙ্ঘের মানবাধিকার সংগঠন ইউএনএইচসিআরয়ের প্রধান ভলকার টার্ক বলেন, ‘মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ, ইসলামোফোবিয়া, ইহুদিবিদ্বেষ, খ্রিস্টানদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য কোনোটাই গ্রহণযোগ্য নয়।’

তার কথায় এই সবকিছুই অন্যায় এবং বন্ধ হওয়া উচিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top