পার্লামেন্টের সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধি
প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ২২:২২
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:৩৮

ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধি সোমবার পার্লামেন্টের সদস্য পদ ফিরে পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তার রাজনৈতিক মন্তব্য প্রশ্নে এ নেতার মানহানির সাজা দেশটির সুপ্রিম কোর্ট স্থগিত করার পর তিনি এ পদ ফিরে পেলেন।
পার্লামেন্টের নিম্ন কক্ষের মহাসচিব উৎপল কুমার সিং এক বিবৃতিতে বলেন, আরো বিচারিক মতামত দেয়ার জন্য গান্ধির পার্লামেন্ট সদস্য পদের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, নিম্ন আদালতের শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। এর আগে শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছিল, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছিল, সেটার কোনো কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। এই আবহে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: