রাশিয়াকে কৃষ্ণসাগরে আক্রমণের হুমকি জেলেনস্কির
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ২১:৩৩
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:১৯

কৃষ্ণসাগরে শস্যভর্তি জাহাজ আফ্রিকা ও ইউরোপে পাঠানো নিয়ে আবার রাশিয়া-ইউক্রেন সংঘাত তুঙ্গে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরের এলাকা জোর করে দখল করে আছে। এটা তাদের সীমার বাইরে। তারা এখান দিয়ে ইউক্রেনের জাহাজ যেতে দিচ্ছে না।
উল্টো তারা ইউক্রেনের বন্দরগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তিনি জানিয়েছেন, এবার ইউক্রেনও কৃষ্ণসাগর এলাকায় পাল্টা আক্রমণে যাবে। রাশিয়ার জাহাজগুলো লক্ষ্য করে আক্রমণ শাণাবে ইউক্রেন। তার দাবি, এই পাল্টা আক্রমণের অধিকার ইউক্রেনের আছে।
রাশিয়া জানিয়েছে, তারা আফ্রিকার ছয়টি দেশে বিনা পয়সায় খাদ্যশস্য পাঠাতে চায়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানিয়েছেন, রশিয়ার এই প্রস্তাব হাস্যকর। কারণ, তারা ৫০ হাজার টন খাদ্যশস্য দিতে চেয়েছে। আর ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ গরিব ও মাঝারি আয়ের দেশগুলোকে দুই কোটি টন খাদ্যশস্য পাঠিয়েছিল।
ব্লিনকেনের বক্তব্য, দেশগুলোর যা চাহিদা, তারা যা পাচ্ছিল, তার তুলনায় রাশিয়া সামান্য খাদ্যশস্য দিতে চাইছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবার তাদের গমের উৎপাদন ৪০ শতাংশ কম হবে।
ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার হ্যাকাররা কিয়েভে সেনার কমব্যাট ইনফরমেশন সিস্টেম হ্যাক করে তথ্য নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইউক্রেনের গোয়েন্দা বিভাগের সাইবার শাখা সেই প্রয়াস সফল হতে দেয়নি। এই হ্যাকাররা সফল হলে, ইউক্রেনের কোথায় কত সেনা আছে এবং তাদের পরিকল্পনার কথা রাশিয়ার হাতে চলে আসত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: