উত্তরপ্রদেশে অপরাধ দমনে হিন্দু ক্যালেন্ডার ব্যবহারের নির্দেশ পুলিশকে!
 প্রকাশিত: 
 ২২ আগস্ট ২০২৩ ২২:৩৫
 আপডেট:
 ৩০ অক্টোবর ২০২৫ ২২:০২
 
                                
'অমাবস্যায় সতর্ক থাকুন'। অপরাধ দমন করতে এবার হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ! কেন? থানাগুলোতে নির্দেশিকা পাঠিয়েছেন স্বয়ং রাজ্য পুলিশের ডিজি।
যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত ডিজি বিজয় কুমার জানিয়েছেন, 'রাজ্যজুড়ে সমীক্ষা করে দেখা গিয়েছে, অমাবস্যার এক সপ্তাহ আগে ও এক সপ্তাহ পরে অপরাধের হার থাকে সবচেয়ে বেশি।'
নির্দেশিকায় উল্লেখ, হিন্দু ক্যালেন্ডার দেখে অমাবস্যার আগে ও পরে রাতে বিশেষ নজরদারির রাখতে হবে থানাগুলোকে। শুধু তাই নয়, ওই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর নিরিখেই চিহ্নিত করতে হবে অপরাধপ্রবণ এলাকা! কিভাবে? পুরোদস্তুর তালিকা তৈরি করে গোটা বিষয়টি বুঝিয়ে দিয়েছেন যোগীর রাজ্যের পুলিশপ্রধান। তার মতে, 'সাধারণ মানুষেরও জানা উচিত, কখনো অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি'।
পুলিশ সূত্রে খবর, রাতে কড়া নজরদারির ব্যবস্থা নতুন কিছু নয়। এই রেওয়াজ বহুদিনের। কিন্তু সরকারি নথিতে 'হিন্দু ক্যালেন্ডারে'র উল্লেখ সম্ভবত এই প্রথম। বস্তুত, নির্দেশিকার সাথে পঞ্জিকা ও আগাস্ট মাসের জন্য হিন্দু ক্যালেন্ডারও পাঠানো হয়েছে থানাগুলোতে।
বিষয়:

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: