চলতি বছর মন্দা থেকে বের হতে পারছে না জার্মানি
প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৩ ১৫:৪৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৭:২৩

চলতি বছর জার্মানির অর্থনীতি গত বছরের তুলনায় চার শতাংশ কমে আসতে পারে। জোট সরকারের সর্বশেষ প্রাক্কলনে এ চিত্র উঠে এসেছে৷ আগামী বছর প্রবৃদ্ধির দেখা পাবে বলে জানিয়েছে দেশটির সরকার। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানায়, এর আগের পূর্বাভাসে বলা হয়েছিল চলতি বছর জার্মানির প্রবৃদ্ধি হবে দশমিক চার শতাংশ। কিন্তু মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে ভাটা পড়ায় কাঙ্ক্ষিত আয়ের দেখা পাচ্ছে না ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ জার্মান।
তবে সরকারি প্রাক্কলন অনুযায়ী, এ বছরের মূল্যস্ফীতি ৬ শতাংশ থেকে কমে আগামী বছর তা দুই দশমিক ছয় শতাংশ হবে। এতে করে আগামী বছর নিত্য পণ্যের দাম কিছুটা সহনীয় হবে।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ প্রান্তিকে ও চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিতে জার্মানির অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকেও সেই ধারা বজায় থাকছে। অর্থনীতিতে পরপর দুই প্রান্তিক নেতিবাচক প্রবৃদ্ধি থাকলে তাকে মন্দা পরিস্থিতি বলে ধরা হয়। সেই হিসাবে এই বছর মন্দা থেকে বের হতে পারছে না দেশটি।
সরকারি সূত্রের বরাতে ডিপিএ আরো বলছে, ২০২৪ সালে মন্দার ধাক্কা কাটিয়ে এক দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি হবে। ২০২৫ সালে তা কিছুটা বেড়ে হবে এক দশমিক পাঁচ শতাংশ। অর্থমন্ত্রী রবার্ট হাবেক এই প্রাক্কলনের রিপোর্টটি প্রকাশ করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: