সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


কানাডায় চীনা স্প্যামোফ্ল্যাজ আক্রমণ!


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৩ ১২:০০

আপডেট:
২০ মে ২০২৪ ০১:২৯

 

কানাডা সরকার সম্প্রতি অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ দেশের পার্লামেন্ট সদস্যদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলোতে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাতে বট পোস্টিংসহ চীন-সম্পর্কিত 'স্প্যামোফ্ল্যাজ' অভিযান চালানো হয়েছে।

স্প্যামোফ্ল্যাজ হলো নতুন ও হাইজ্যাক করা সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের নেটওয়ার্ক ব্যবহার করে বাল্ক ম্যাসেজ পোস্ট করা। গত আগস্ট ও সেপ্টেম্বরে ওই অভিযানকালে কানাডার বেশ কয়েকজন এমপি ওই হামলার শিকার হন বলে কানাডা কর্তৃপক্ষ অভিযোগ করেছে। তবে চীন সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। কানাডায় চীনা দূতাবাস জানায়, বেইজিং কখনো অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

চীনা দূতাবাস জানায়, এটি তাদের বিরুদ্ধে পুরোপুরি মিথ্যা প্রচারণা। উল্লেখ্য, কানাডা খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জর নামের এক শিখকে তাদের দেশে হত্যার জন্য ভারতকে দায়ী করেছে। এনিয়ে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে।

কেউ কেউ দাবি করছেন যে কানাডার অভ্যন্তরীণ রাজনীতি থেকে দৃষ্টি সরাতে কানাডা সরকার চীন হস্তক্ষেপের এ অভিযোগ করছে।

উল্লেখ্য, এর আগে কানাডার রাজনীতিবিদদের প্রতি চীনা তহবিল বা সমর্থন প্রদানের অভিযোগ উত্থাপিত হয়েছিল। কিন্তু এ নিয়ে যে তদন্তের আয়োজন করা হয়েছিল, তাতে দেখা যায় যে অভিযোগের বিপরীতে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top