সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতে সুড়ঙ্গ ধস : শ্রমিকের মুখে আটকে পড়া দিনের বর্ণনা


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৩ ১৫:৪৪

আপডেট:
১৮ মে ২০২৪ ১১:৪৯


ভারতের উত্তরকাশীতে সুড়ঙ্গ ধসের পর প্রায় ১৮ ঘণ্টা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন আটক ৪১ ব্যক্তি। এরপর নানা কায়দায় তারা বদ্ধ সুড়ঙ্গের ভেতর টিকে থাকার সংগ্রাম করেছেন। ১৭ দিন পর গতকাল মঙ্গলবার তাদের জীবিত অবস্থায় সুড়ঙ্গ থেকে বের করা হয়েছে। এরপর ভুক্তভোগীরা তাদের আটকে পড়া দিনগুলোর বর্ণনা দিয়েছেন।


উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন অখিলেশ সিং। এনডিটিভিকে তিনি বলেছেন, ‘বাড়ি ফেরার পথে সুড়ঙ্গটি হঠাৎ ধসে পড়ে। আমার সামনে সুড়ঙ্গটি ভেঙে পড়ে বিকট আওয়াজ হয়। প্রচণ্ড শব্দে আমার কান অসাড় হয়ে যায়।


অখিলেশ আরো বলেছেন, ‘প্রথমে আমরা ১৮ ঘণ্টা বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিলাম। কোনো প্রকার যোগাযোগ ছিল না। আমাদের দেওয়া প্রশিক্ষণ অনুসারে, আটকে পড়ার পরই একটি পানির পাইপ খুলে ফেলি আমরা। যখন পানি পড়তে শুরু করে তখনই বাইরের মানুষ বুঝতে পেরেছিল, ভেতরে আমরা আটকা পড়েছি।


সেই পানির পাইপের মাধ্যমে আমাদের অক্সিজেন পাঠানো হয়।’
অখিলেশ এখন বাড়িতে গিয়ে কমপক্ষে এক-দুই মাস বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করছেন। বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আমি বাড়ি যাব। এরপর কী করতে হবে, তা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি এক-দুই মাসের বিরতি নেব।’

উত্তরকাশী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত সিল্কিয়ারা সুড়ঙ্গ কেন্দ্রীয় সরকারের চারধাম সড়ক প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ।


যা ভঙ্গুর হিমালয় ভূখণ্ডজুড়ে (প্রায় ৮৮৯ কিলোমিটার) প্রসারিত হবে। ১২ নভেম্বর সুড়ঙ্গে প্রবেশের রাস্তা থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি অংশ ধসে পড়ে। ফলে ভেতরে কাজ করতে থাকা ৪১ শ্রমিক আটকা পড়েন। যদিও সরকার ঘটনার পর সুড়ঙ্গটির নিরাপত্তাব্যবস্থার দিকটি পরীক্ষা করে দেখছে। তবে অখিলেশ সিং বলেছেন, এটা পরিবেশগত বিপর্যয় এবং এতে কাউকে দোষ দেওয়া যায় না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top