ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় ১০ জনের মৃত্যু
প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩ ১৭:২৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:১৫
ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। একই অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বন্যা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর সেখানে আবারো এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে।
বুধবার স্থানীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, বন্যার পানিতে তামিলনাড়ু রাজ্যের অনেক রাস্তা ডুবে গেছে এবং এতে বিভিন্ন স্থানে শত শত লোক আটকা পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিমানবাহিনী আটকে পড়া মানুষের জন্য ১০ টন খাদ্য সামগ্রী জরুরিভাবে সরবরাহ করেছে।
বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার ভিডিও ফুটেজে আশপাশের পুরো এলাকা পানির নিচে এবং উদ্ধারকর্মীদের নৌকা ব্যবহার করতে দেখা যাচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রের খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর মুখ্যসচিব শিব দাস মিনা বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার ৬০০ মানুষ বাধ্য হয়ে নিরাপদ স্থানে চলে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় রাজ্যের গভর্নর বলেন, থুথুকুড়ি এবং তিরুয়েলভেলিসহ আরো অনেক জেলার পরিস্থিতি ‘ভয়াবহ’ রূপ নিয়েছে।
তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, সেখানে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে মানুষের চলাচলের ও জীবনজীবিকার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় মিচাংয়ের আঘাতে কমপক্ষে আটজন নিহত হওয়ার ঠিক দু’সপ্তাহ পর এ ভারী বৃষ্টিপাত হয়। ঝড়টি গত ৬ ডিসেম্বর তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ রাজ্যে আঘাত হেনেছিল।
সূত্র : বাসস
আরো সংবাদ
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: