নিউজিল্যান্ডে সেজদারত মুসল্লিদের ওপর গুলি, নিহত ২৭


প্রকাশিত:
১৫ মার্চ ২০১৯ ০৭:২৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:০০

নিউজিল্যান্ডে সেজদারত মুসল্লিদের ওপর গুলি, নিহত ২৭

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের নিকটবর্তী আল-নুর মসজিদে সেজদারত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে একাধিক বন্দুকধারী। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।



 



অপর একটি সূত্র বলছে, ডিনস এভে অবস্থিত মসজিদ আল নুর ও লিনউড এভের লিনউড মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়টি স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।



এ হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, এ হামলার পেছনে আরো অপরাধীরা জড়িত থাকতে পারে।



এক প্রত্যক্ষদর্শী জানান, ৩০/৪০ বছর বয়সী ওই হামলাকারীর গায়ের রং ফর্সা। তার গায়ে ইউনিফর্ম থাকলেও তাৎক্ষণিকভাবে সেটি কিসের ইউনিফর্ম জানা যায়নি। হামলার সময় ওই বন্দুকধারীর পায়ের কাছে অনেকগুলো গুলির ম্যাগজিন বাধা ছিল।



এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে দেশটি সফরে রয়েছে বাংলাদেশ দল। তারা ক্রাইস্টচার্চেই অবস্থান করছেন। তবে ভয়াবহ এ হামলা থেকে টাইগাররা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। বিষয়টি তামিম ইকবাল এক টুইটে জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top