সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


কয়লাচালিত ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল জার্মানি


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪ ১৬:১৯

আপডেট:
৩ মে ২০২৪ ১৮:১৩


শীতকাল শেষ হওয়ায় সাতটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি। উৎপাদক প্রতিষ্ঠান আরডাব্লিউই ও এলইএজি রবিবার এই তথ্য দিয়েছে।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে চেয়েছে জার্মানি। তাই শীতের সময় গ্যাসসংকটের প্রভাব কমাতে সরকার বন্ধ হয়ে যাওয়া পাঁচটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র চালু করেছিল।


আর বাকি দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও চালু রাখা হয়েছিল।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে জার্মানি কয়লার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করেছে। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নেয়। এতে জ্বালানির মূল্য বাড়া শুরু করেছিল।


এর সমাধান হিসেবে জার্মানি কিছু কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো ও বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছিল।
কয়েকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের সময়সীমাও বাড়িয়েছিল বার্লিন। সর্বশেষ তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গত এপ্রিলে বন্ধ করা হয়।

কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবুজ দলের সংসদ সদস্য ক্যাথরিন হেনেব্যার্গার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top