সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


চীন-ভারতের সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার : মোদি


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৪ ১৫:৩৬

আপডেট:
৩ মে ২০২৪ ১৯:১০


চীন ও ভারতের মধ্যে যাবতীয় সমস্যা দ্রুত মেটানো উচিত বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন। আমেরিকার পত্রিকা ‘নিউজ উইক’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে মোদি বলেন, ‘ভারত ও চীনের সম্পর্কটি গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, সীমান্তের এই সুদীর্ঘ সমস্যা দ্রুত মীমাংসা করা উচিত।


সে ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় বোঝাপড়ার ক্ষেত্রে যে অস্বাভাবিকতা রয়েছে, তাকে আমরা পেছনে সরিয়ে দিতে পারব।’ ভারত-চীন সম্পর্ককে গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই সাক্ষাৎকারে রামমন্দির, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক, কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়েও কথা বলেছেন মোদি। তিনি আরো বলেন, ‘ভারত ও চীনের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জন্যই নয়, পুরো অঞ্চল ও বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ।


আমি আশা করি ও বিশ্বাস করি, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ইতিবাচক ও গঠনমূলক দ্বিপক্ষীয় বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা আমাদের সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারব।’
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ওই সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। চীনের বেশ কিছু সেনাও হতাহত হয়।


সাক্ষাৎকারে মোদি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top