নেতানিয়াহু বর্ণবাদী, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা’


প্রকাশিত:
৯ এপ্রিল ২০১৯ ১৬:৫৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:০৫

নেতানিয়াহু বর্ণবাদী, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা’

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বেটো ও’রোক ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্ণবাদী বলে মন্তব্য করেছেন।



একইসঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতানিয়াহু বড় বাধা।



রবিবার আইওয়া বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী সমাবেশে ও’রোক বলেন, ‘বিশ্বে আমেরিকা ও ইসরাইলের সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। সফল হলে এই সম্পর্ক মিত্রতার সীমা ছাড়িয়ে যাবে এবং অবশ্যই একজন বর্ণবাদী প্রধানমন্ত্রীর সেখানে ঠাঁই হবে না যিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করে নিতে চান।’





উগ্র-ডানপন্থি দলের সঙ্গে জোট করার জন্য ও’রোক যুদ্ধবাজ নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, ‘ক্ষমতা ধরে রাখার জন্য নেতানিয়াহু এ কাজ করেছেন’



তিনি আরো বলেন, ‘আমি মনে করি না ইসরাইলি জনগণের ইচ্ছা কিংবা আমেরিকা-ইসরাইলের স্বার্থ অথবা ইসরাইল-ফিলিস্তিনি শান্তির পথে নেতানিয়াহু সত্যিকার প্রতিনিধিত্ব করেন।’



গত শনিবার নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি আবার ক্ষমতায় এলে ফিলিস্তিনের পশ্চিম তীরকে অবৈধভাবে ইসরাইলের সঙ্গে যুক্ত করতে মোটেই লজ্জাবোধ করবেন না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top