মাঘ মাসে গরম পড়েছে কলকাতায়
প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫
আপডেট:
১৩ জানুয়ারী ২০২৬ ১১:৪১
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া কয়েকটি জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ভরা মাঘ মাসে শীত তো দূরের কথা, উল্টে গরম অনুভূত হচ্ছে। বাসে, ট্রেনে দরদর করে ঘেমে উঠছেন অনেকে। শনিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া কয়েকটি জেলায় আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রির বেশি ওঠেনি। পূর্বাভাস বলছে, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, সরস্বতী পুজোতেও এই ‘গরম’ থাকবে। চেনা শীতের দেখা মেলার সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন কিছু জেলায় তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি। যদিও আপাতত সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: