সিডনী বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


বাংলাদেশের সঙ্গে সীমান্তের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করেছে ভারত


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২

গ্রাফিক্স

বাংলাদেশের সঙ্গে সীমান্তের পরিকাঠামো উন্নয়নে ভারত বিশেষ জোর দিতে চলেছে। চলতি বাজেটে সীমান্ত পরিকাঠামোয় ৮৭ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ৫,২৩৭.৯৩ কোটি রুপি। বাংলাদেশে অস্থির পরিস্থিতির জন্য সীমান্তে উত্তেজনা ও অনুপ্রবশের বিষয়টির প্রতি নজর রেখে পূর্ব সীমান্তকে যথাসম্ভব নিশ্ছিদ্র করার লক্ষ্যে সীমান্ত উন্নয়ন পরিকাঠামো খাতে ওই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের সঙ্গে ভারতের যে দীর্ঘ ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে তার এক তৃতীয়াংশ ক্ষেত্রে ভারত এখনও বেড়া দেয়ার কাজ শেষ করতে পারেনি। আর বহু অরক্ষিত সীমান্ত পথে চলছে চোরাচালান, মানব ও পশু পাচার। অনুপ্রবেশও বৃদ্ধি পেয়েছে। ফলে সীমান্তে বেড়া লাগানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগামী বিএসএফ-বিজিবি বৈঠকে এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয়েছে, মূলত পূর্ব সীমান্তের পরিকাঠামো উন্নয়নে ওই অর্থ ব্যবহার করা হবে। যে সব এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো হয়নি তা শেষ করা হবে। বাড়ানো হবে আউটপোস্টের সংখ্যা। সীমান্তে নজরদারি পরিকাঠামো আরও উন্নত করা হবে বলে জানানো হয়েছে। পশ্চিম সীমান্তের মতোই পূর্ব সীমান্তে ড্রোনের বিপদ লক্ষ্য করা গেছে। উভয় সীমান্তে শত্রু-ড্রোনে আকাশেই চিহ্নিত করা ও ধ্বংসকরে দেয়ার প্রযুক্তি বসাতে ওই অর্থের বড় অংশ খরচের কথা রয়েছে।

এ বারের স্বরাষ্ট্র বাজেটের প্রায় অর্ধেক অর্থ (১,০৯,০৩৭ কোটি) বরাদ্দ করা হয়েছে আধা সামরিক বাহিনীর খাতে। ওই অর্থ বাহিনীর বেতন ও অন্যান্য খরচ মেটানোর পাশাপাশি, আধুনিক অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ ও পরিকাঠামো খাতে খরচ হওয়ার কথা রয়েছে। আধা সামরিক বাহিনীগুলির মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে সিআরপিএফ। বরাদ্দ কমে গিয়েছে গোয়েন্দা পরিকাঠামোয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top