পশ্চিমবঙ্গের ৩ লাখ মানুষকে বাংলাদেশে চলে যেতে হবে
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০১৯ ০৩:১৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:৩২

জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু হলে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাগদা এলাকার মানুষদের বাংলাদেশে চলে যেতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
আগামী ২৯ এপ্রিল বাগদার হেলেঞ্চা হাইস্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে শনিবার হেলেঞ্চায় ওই মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গে বলেন, এনআরসি খুব বড় ফ্যাক্টর। বাগদার মানুষের কাছে সবচেয়ে বড় যন্ত্রণার হবে জাতীয় নাগরিকপঞ্জি থেকে যদি তাদের নাম বাদ হয়ে যায়। তাদের নাম যদি বাদ হয়ে যায় তাহলে বাগদায় তিন লাখ মানুষ বাস করলে তাদের মধ্যে ২ লাখ ৯৫ হাজার মানুষকে বাংলাদেশে চলে যেতে হবে!
তিনি আরো বলেন, এতে করে বাগদার বাড়িগুলো খা-খা করে পড়ে থাকবে! দুর্ভিক্ষ হলে মানুষ যেরকম মারা যায়, ১৩৫০ সালে বাংলায় দুর্ভিক্ষে রাস্তায় মৃতদেহ পড়েছিল। সেরকম বাগদা খা-খা করবে। যদি এনআরসি চালু হয় বাগদার ৯৫ শতাংশ মানুষকে বাংলাদেশে চলে যেতে হবে। বাগদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই এনআরসি বিষয়ে শুনতে আসবেন।
হেলেঞ্চা হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর সভায় কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন। তথ্যসূত্র: পার্সটুডে
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: