রাশিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন লেগে নিহত ৪১
প্রকাশিত:
৬ মে ২০১৯ ০২:৫৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:১৮

রাশিয়ার সেরেমেতভো বিমানবন্দর থেকে রুশ সুপার জেট-১০০ বিমানটি টেক অফের সময় আগুন লাগে। দুর্ঘটনায় দুই শিশু ও একজন বিমানবালা নিহত হয়েছেন। বিমানটিতে ৭৮ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। বিবিসি
দুর্ঘটনার আশঙ্কা দেখে দুর্ঘটনা কবলিত বিমানটির এক কর্মী সিগন্যাল দেন। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করানোর চেষ্টায় প্রথমবার সফল হয়নি, দ্বিতীয়বার অবতরণ করার সাথে সাথেই ইঞ্জিন থেকে গোটা বিমানে আগুন লেগে যায়। বিমানটিকে মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় এবং ৫৫ সেকেন্ডের মধ্যে যাত্রীদের বের করা হয়।
সংবাদসংস্থা রিয়া নোভস্তির খবর অনুসারে, বিমনাটি উত্তর পূর্বের মারমাস্কের দিকে যাচ্ছিলো। বিমানটি যখন রানওয়ে থেকে উড়ছিলো, সেই সময় কোনো বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লেগেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: