২৫ বছরেও মোদিকে সরানোর মতো কেউ নেই: শিব সেনা
প্রকাশিত:
২৪ মে ২০১৯ ০৬:৫২
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:৩৫

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট সহজে দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে কট্টর হিন্দুবাদী সংগঠন শিব সেনা। সংগঠনটির এক নেতা দাবি করেছেন, আগামী ২৫ বছরেও মোদিকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনও নেতা ভারতে নেই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
উদ্ভব থ্যাকারের নেতৃত্বাধীন শিব সেনারা বিজেপির জোট মিত্র ও এনডিএ জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। ২০১৪ সালে বিজেপি ক্ষমতা গ্রহণের পর থেকেই দলটির সমালোচনা করে আসছিল শিব সেনারা। তবে নির্বাচনের আগে নিজেদের জোট মিত্রতা সুসংগঠিত করে তারা।
শিব সেনার বিধায়ক সঞ্জয় রাউত জানান, মোদির বিরুদ্ধে বিরোধী দলগুলোর রাফালে যুদ্ধবিমান নিয়ে মিথ্যে প্রচারণার জবাব দিয়েছেন জনগণ। তিনি বলেন, সত্য স্বীকার করতে হবে। আগামী ২৫ বছরে মোদিকে মোকাবিলার মতো কেউ নেই।
এই নেতার দাবি, রাজস্তান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে এনডিএ জোট ভালো করছে। এই রাজ্যগুলোতে সর্বশেষ বিধানসভা নির্বাচনে জিতেছিল কংগ্রেস।
সঞ্জয় বলেন, আগামী ৫ বছরের জন্য মোদির নেতৃত্বে বিশ্বাস রেখেছে দেশ। আগামী ৫ বছরে তিনি দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
ভারতের নির্বাচন কমিশনের ভোট গণনার হিসাব অনুসারে, বিজেপি ও শিব সেনা জোটগতভাবে মহারাষ্ট্রে ৪০টি আসনে জয় পতে যাচ্ছে। কংগ্রেস ও এনসিপি মাত্র ৭ আসনে এগিয়ে আছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: