মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন না ইমরান খান
প্রকাশিত:
২৯ মে ২০১৯ ০৭:১৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:২৬

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে আগামী ৩০ মে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। মোদির শপথে সবাইকে দাওয়াত দিলেও ইমরানকে দেয়নি ভারত।
জানা যায়, মোদির শপথ অনুষ্ঠানে অতিথি নিমন্ত্রণের তালিকাও প্রায় তৈরি। ‘প্রতিবেশী প্রথম’ বিদেশনীতির উপর জোর দিয়ে তালিকা তৈরি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।
এছাড়া ভারতীয় সরকারের পক্ষ থেকে গত সোমবার এক বিবৃতিতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) গোষ্ঠীভুক্ত ছ’টি দেশ বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভূটানের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ তবে আমন্ত্রণ জানানো হয়নি ইমরান খানকে।
ভারতীয় সরকারের এক সূত্র জানিয়েছে , রিপাবলিকের প্রেসিডেন্ট এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এই সব নেতাদের বাইরে বিশ্বের শক্তিধর দেশের প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানানো নিয়েও জল্পনা চলছে বলে খবরে বলা হয়েছে
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: